বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'রাশিয়া দুর্বল হয়ে পড়েছে' 

আপডেট : ২০ মে ২০২২, ২১:৫৬

'রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ শুরু করেছিল তখনকার চেয়ে এখন দুর্বল।' মার্কিন পররাষ্ট্র নীতি উপদেষ্টা দেরেক চোলেট বিবিসির কূটনৈতিক সংবাদদাতা জেমস ল্যান্ডেলকে এই মন্তব্য করেছেন। শুক্রবার (২০ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

দেরেক চোলেট বলেন, রাশিয়ার ইতোমধ্যে কৌশলগত পরাজয় হয়েছে। এছাড়া তিনি ব্যাখ্যা করেছেন, নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার অর্থনীতি 'বিধ্বস্ত' হয়েছে এবং রাশিয়ার সেনাও কমে গেছে। 

'অন্যদিকে ইউক্রেন এখন শক্তিশালী হয়েছে এবং পশ্চিমার ঘনিষ্ঠ হয়েছে। এছাড়া ন্যাটোও শক্তিশালী হয়েছে,' বলেন মার্কিন এই কর্মকর্তা। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮৬দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির সংঘাত ক্রমশ বেড়েছে। 

ইত্তেফাক/এসআর