শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করছে রাশিয়া 

আপডেট : ২০ মে ২০২২, ২১:৪২

রাশিয়া আগামীকাল শনিবার থেকে ফিনল্যান্ডে গ্যাস সরবরাহ বন্ধ করে দিচ্ছে। শুক্রবার (২০ মে) ফিনল্যান্ডের রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস বিক্রেতা প্রতিষ্ঠান গ্যাসুম এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির। 

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জেরে পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা আরোপ করে। এতে করে গত মাসে রাশিয়া জানায়, অবন্ধুসুলভ দেশগুলোকে তার দেশের গ্যাস কিনতে হলে ডলার নয় রুবলে বিল পরিশোধ করতে হবে। অন্যথায় গ্যাস সরবরাহ বন্ধ করা হবে। ফিনল্যান্ডও রুবলে গ্যাস কিনতে অস্বীকৃতি জানিয়েছে।

এছাড়া পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোতে ফিনল্যান্ডের যোগদানের ঘোষণা দেওয়াও দেশটিতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার একটি কারণ বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

গ্যাসুম বলেছে, রাশিয়ার এই পদক্ষেপ দুঃখজনক, তবে গ্রাহকদের গ্যাস সরবরাহর জন্য কোনো ব্যাঘাত ঘটবে না। রাশিয়ার সঙ্গে গ্যাস সরবরাহ চুক্তি শনিবার শেষ হবে। ফিনল্যান্ড তাদের বেশিরভাগ গ্যাস রাশিয়া থেকে সরবরাহ করে। 

ইত্তেফাক/এসআর