শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

পাকিস্তানকে ক্ষতিপূরণ দেবে নিউজিল্যান্ড

আপডেট : ২১ মে ২০২২, ০৯:২০

গত বছর তিন ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু সিরিজ শুরুর দিনই নিরাপত্তা হুমকির কারণ দেখিয়ে দেশে ফিরে যায় কিউইরা।

কোনো ম্যাচ মাঠে না গড়ানোইয় পরিত্যক্ত হয় সিরিজ। রেগে আগুন হয়ে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে তখন আইসিসিতে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। নিজের কথামতোই কাজ করেছেন তিনি। সেজন্য সিরিজ পরিত্যক্ত করায় পাকিস্তানকে ক্ষতিপূরণ দিতে হচ্ছে নিউজিল্যান্ডের।

ক্ষতিপূরণের অঙ্কটা অবশ্য প্রকাশ করা হয়নি। তবে ‘শাস্তি’ হিসেবে আগামী বছর পাকিস্তান সফরে গিয়ে বাড়তি ম্যাচ খেলবে নিউজিল্যান্ডকে। এই সমঝোতার মাধ্যমে দুই পক্ষের ভেতর কোনো তিক্ততা থাকল না। কেননা চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে নিউজিল্যান্ড সফরে যেতে প্রাথমিকভাবে রাজি হয়েছে পাকিস্তান। সিরিজের অপর দলটি বাংলাদেশ।

ইত্তেফাক/এমআর