কানাডার অন্টারিও প্রদেশে শনিবার (২১ মে) দুপুরে পাঁচ মিনিটের প্রবল ঝড়ের কবলে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অনেকে। ৩৫০ হাজারেরও বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এ অবস্থায় উক্সব্রিজে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।
পুলিশের বরাত দিয়ে বিভিন্ন মিডিয়া জানিয়েছে, বজ্রঝড়ের সময় টরন্টোর বাইরে একটি গাছ পড়ে একজন নারীর মৃত্যু হয়েছে। ব্র্যাম্পটনের বেলমন্ট ড্রাইভ এবং বার্চব্যাঙ্ক রোড এলাকায় তিনি হাঁটছিলেন, তখন একটি গাছ পড়লে আহত হন। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে।
অপর দিকে কিচেনারের কাছে পাইনহার্স্ট লেক কনজারভেশন এলাকায় একটি ক্যাম্পিং ট্রেলারের উপর একটি গাছ পড়লে ঘটনাস্থলেই মারা যান আরেক ব্যক্তি।
রাজধানী অটোয়া থেকে পুলিশ নিশ্চিত করেছে যে, ঝড়ের সময় সেখানেও একজনের মৃত্যু হয়েছে। তবে তার মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত প্রকাশ করা হয়নি।
ঝড় শুরু হবার আগে এনভায়রনমেন্ট কানাডার একটি আবহাওয়া সতর্কতা বার্তা জারি করে। যা ফোনে-ফোনে, টিভি স্ক্রিনে এবং অন্টারিও জুড়ে রেডিও স্টেশনগুলিতে ১২টা ৪৫ মিনিটে মিনিটে প্রচার করা হয়।