প্রথমে স্কোয়াডে তার নামই ছিল না। এরপর চোটের কারণে মেহেদী হাসান মিরাজ ছিটকে পড়ায় দলে সুযোগ পান নাঈম হাসান। পরে মোসাদ্দেক হোসেন সৈকতকেও ডাকা হয়। প্রথম টেস্টে মিরাজের জায়গায় নাঈম খেলেন এবং দুর্দান্ত পারফর্মও করেন। কিন্তু তিনিও চোটের কারণে ছিটকে গেছেন। তাই দ্বিতীয় টেস্টে মোসাদ্দেকের খেলার সম্ভাবনা অনেকটাই বেশি।
তাছাড়া দ্বিতীয় টেস্টের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সবসময়ই স্পিনারদের আধিপত্য থাকে। সেটা বিবেচনায় তিন স্পিনার খেলানোর সম্ভাবনা বেশি এবং সাকিব আল হাসান ও তাইজুল ইসলামের পর এই মুহূর্তে স্কোয়াডে স্পিনার বলতে আছেন কেবল মোসাদ্দেকই। যদিও তিনি মিরাজ বা নাঈমের মতো জেনুইন স্পিনার নন। তবে ব্যাটিংয়ের দিক দিয়ে মিরাজ-নাঈমের থেকে তিনি অনেকটাই এগিয়ে।
মোসাদ্দেক যে একাদশে থাকছেন, তার কিছুটা ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। রবিবার (২২ মে) মিরপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হয়তো ওর খেলার সম্ভাবনা বেশি। স্পিন বিভাগ দেখুন, তাইজুল গত এক-দুই বছর ধরে খুব ভালো বল করছে। সাকিব ভাই তো গত ম্যাচে খুব ভালো করেছেন। মোসাদ্দেক খেললে ওর ভূমিকা হয়ত একটু ভিন্ন হবে।’