ইউক্রেনের পূর্ব ও দক্ষিণে দেশটির বাহিনীর ওপর বিমান ও আর্টিলারি হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়া এসব অঞ্চলে ইউক্রেনের কমান্ড সেন্টার, সেনা ও গোলাবারুদ ভাণ্ডারেও হামলা চালানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আপডেটে এই তথ্য জানানো হয়েছে। রবিবার (২২ মে) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ বলেন, বায়ুচালিত ক্ষেপণাস্ত্র তিনটি কমান্ড পয়েন্টে ও ১৩টি এলাকায় যেখানে ইউক্রেনের সেনা এবং সামরিক সরঞ্জাম মজুদ রাখা হয়েছিল তাতে আঘাত হেনেছে। এছাড়া ডনবাসে চারটি গোলাবারুদ ভাণ্ডারেও হামলা চালানো হয়েছে।
এছাড়া দক্ষিণ মিকোলাইভ অঞ্চলে হানিভকার বসতির কাছে একটি মোবাইল অ্যান্টি-ড্রোন সিস্টেমে রাশিয়ান রকেট আঘাত হেনেছে। বিবিসির পক্ষ থেকে রাশিয়ার এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।