বগুড়ার ১৪ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকছে তিন দিন। সোমবার (২৩ মে) সকাল ৮টা থেকে বুধবার (২৫ মে) রাত ৮টা পর্যন্ত শহরের ১৪টি এলাকায় গ্যাস সরবরাহ থাকবে না। তিনমাথা থেকে বাঘোপাড়া বন্দর পর্যন্ত গ্যাসলাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) বগুড়ার ব্যবস্থাপক বরকত হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।
যেসব এলাকায় গ্যাস থাকবে না সেই এলাকাগুলো হলো—শহরের সুলতানগঞ্জ পাড়া, হাকিড়মোড়, উপশহর, শহিদ তারেক রোড, নামাজগড়, বাদুড়তলা, চকসূত্রাপুর, কামারগাড়ী, পুরান বগুড়া, জরুহুল নগর, নিশিন্দারা, ধরমপুর, বারপুর ও মাটিডালী।
পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড বগুড়ার ব্যবস্হাপক বরকত হোসেন মোল্লা জানান, সোমবার সকাল ৮টা থেকে বুধবার রাত ৮টা পর্যন্ত বগুড়া শহরের ১৪টি এলাকায় গ্যাস সরবরাহ থাকবে না।