কুড়িগ্রাম জেলার চরাঞ্চল ও নিচু এলাকার বোরো ধানসহ বিভিন্ন ফসলের ৪১২ হেক্টর ক্ষেত বর্ষণ আর ঢলের পানিতে নিমজ্জিত হয়েছে। পানির নিচে রয়েছে শত শত বিঘা বোরো ধান। দুই সপ্তাহেরও বেশি সময় ধরে এসব ধান পানির নিচে থাকায় ক্ষতির মুখে পড়েছেন চাষিরা।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের তথ্যমতে, কুড়িগ্রাম জেলায় এবার এক লাখ ১৬ হাজার ১২০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। আকস্মিক ঢলে জেলার নিম্নাঞ্চলের প্রায় ২৬৫ হেক্টর বোরো ক্ষেত নিমজ্জিত হয়েছে। ইতোমধ্যে ৮৩ ভাগ ধান কাটতে পেরেছেন কৃষকরা। এ ছাড়া, পাট ৮৫ হেক্টর, তিল ১০ হেক্টর, শাক-সবজি ১২ হেক্টর, চিনা ২০ হেক্টর, কাউন ৫ হেক্টর ও অন্যান্য ৫ হেক্টর জমি পানিতে তলিয়ে গেছে।
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কৃষক আবেদ আলী বলেন, ‘বৃষ্টির পানিতে আড়াই একর আধাপাকা ধান তলিয়ে গেছে। অতিরিক্ত দামে শ্রমিক নিয়ে ধান কাটলেও অর্ধেক ধান নষ্ট হয়ে গেছে।’
একই ইউনিয়নের ছত্রপূর গ্রামের আরেকজন কৃষক জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে তলিয়ে যাওয়া ধানগুলোর অর্ধেকটা চিটা হয়েছে। ধান পাওয়া যায় না, শুধু খড়ের জন্য ধানগুলো কাটা হয়েছে। সেই খড়ও পচে নষ্ট হয়েছে।
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুর রশিদ বলেন, ‘গত বছরের তুলনায় এবছর বোরো ধানের ফলন ভালো হয়েছে। নিম্নাঞ্চলের প্রায় ২৬৫ হেক্টর বোরো ক্ষেত নিমজ্জিত হয়েছে। এবছর এই জেলায় ১ লাখ ১৬ হাজার ১২০ হেক্টর জমিতে কৃষকরা বোরো ধান চাষ করেছেন। এখনও পর্যন্ত ৮৩ ভাগ ধান কাটা হয়েছে।’