কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা হাটবাজারে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টি হলেই পানি জমে। এতে দুর্ভোগ পোহাতে হয় বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণকে। তারা বাজারটি সংস্কারের দাবি জানিয়েছেন।
সোমবার (২৩ মার্চ) সরেজমিনে বাজারে গিয়ে দেখা যায়, দীর্ঘ দিন থেকে বাজারটির কোনো সংস্কার করা হয়নি। দাঁতভাঙা-রৌমারী সড়কের তুলনায় বাজারটি নিচু হওয়ায় সামান্য বৃষ্টিতে বাজারের অলিগলিতে পানি জমে কর্দমাক্ত হয়ে পরে। ফলে কৃষকরা তাদের পণ্য বাজারে বিক্রি করতে পারছে না। অপরদিকে ক্রেতা ও বিক্রেতাসহ নানা পেশাজীবী মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে।
বাজারের ব্যবসায়ী মনির হোসেন বলেন, বাজার পরিষ্কার- পরিচ্ছন্নতার অভাবে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে।
সবজি ব্যবসায়ী বাহার আলী বলেন, বৃষ্টি হলেই বাজারে পানি জমে থাকে।
দাঁতভাঙা হাটবাজার ইজারাদার আমির হামজা বলেন, সবেমাত্র হাটটি আমি ইজারা নিয়েছি। বাজারে মাটি ভরাট ও ড্রেন দেওয়া দরকার।
দাঁতভাঙা ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল করিম বলেন, বাজারটিতে মাটি ভরাট ও পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণ করা প্রয়োজন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল (ভার.) বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।