শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কৃষকের বাধায় কর্ণফুলী নদীর খনন কার্যক্রম বন্ধ

আপডেট : ২৪ মে ২০২২, ১৬:৪০

কৃষকের বাধার মুখে রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী এলাকায় কর্ণফুলী নদী খনন প্রকল্পের কাজ বন্ধ হয়ে গেছে। নদী খননকৃত বালি কৃষিজমিতে ফেলার প্রক্রিয়ায় আপত্তি করায় সোমবার (২৩ সোমবার) দুপুর ১টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান এই কার্যক্রম বন্ধ করে দেয়।   

কৃষকদের অভিযোগ, বালি ফেলা হলে তাদের ধানিজমি নষ্ট হয়ে যাবে। আবাদের অনুপযোগী হয়ে যাবে। চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সম্প্রতি কর্ণফুলী নদী খনন পরিকল্পনায় ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং নামের ঠিকাদারি প্রতিষ্ঠান প্রকল্পের ২০০ মিটার নদী খননের প্রস্তুতি গ্রহণ করছিল। ঠিকাদারি প্রতিষ্ঠানের মাঠ কর্মকর্তা প্রকৌশলী শোভন আলী জানান, পানি উন্নয়ন বোর্ডের অনুমোদনে কৃষি জমিতে নদী খননের বালি ফেলার প্রক্রিয়া চলছিল।  

স্থানীয় কৃষক মাস্টার মধুসূদন ঘোষ অভিযোগ করেন, গুমাই বিলের অর্ধশতাধিক কৃষক ঐ জমিতে বীজতলা এবং ধান চাষাবাদ করে জীবিকার ফসল উৎপাদন করে। পানি উন্নয়ন বোর্ডের অন্যায়ভাবে তাদের জমিতে বালি ভরাট প্রক্রিয়ায় কৃষকেরা নিঃস্ব হয়ে পড়বেন।  

এ বিষয়ে পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী শামসুল আরেফিন বলেন, কদমতলীতে পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জমিতেই কর্ণফুলী নদী খননের পলি ও বালি ফেলার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে। 

ইত্তেফাক/এআই