শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

একই কারাগারে থাকলেও দেখা হবে না প্রদীপ ও চুমকির

আপডেট : ২৫ মে ২০২২, ০০:১৯

স্বামী প্রদীপ কুমার দাশের সঙ্গে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন চুমকি কারণ। তবে একই কারাগারে থাকলেও দুই জনের মধ্যে দেখা-সাক্ষাতের আইনগত কোনো সুযোগ নেই।

এক বছর ৯ মাস পর গত সোমবার চট্টগ্রাম আদালত এলাকায় তাদের প্রথম দেখা হয়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম বলেন, প্রদীপ কুমার দাশ সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। এ কারণে তাকে কারাগারের ৩২ নম্বর সেলে রাখা হয়েছে। আর চুমকি কারণকে রাখা হবে কারাগারের নারী ওয়ার্ডে। তাকে (চুমকি) প্রথম সাত দিন কারাগারের কোয়ারেন্টাইনে রাখা হবে। সাত দিন পর তাকে ওয়ার্ডে পাঠানো হবে। তবে একই কারাগারে থাকলেও স্বামী-স্ত্রীর মধ্যে দেখা করা কিংবা কথা বলার সুযোগ নেই।

উল্লেখ্য, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২০ সালের ২৩ আগস্ট প্রদীপ ও তার স্ত্রী চুমকির বিরুদ্ধে মামলা করেন দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২-এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন। মামলায় ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহিভূ‌র্ত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

 

ইত্তেফাক/ইউবি