বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হাটহাজারীতে গৃহকর্মীর দায়ের কোপে গৃহকর্ত্রীর মৃত্যু

আপডেট : ২৫ মে ২০২২, ০৯:২৫

হাটহাজারীতে গৃহকর্মীর দায়ের কোপে গৃহকত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মে) সকালে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের লাল মিয়া কেরানির বাড়িসংলগ্ন বি এন ম্যানশনে এই ঘটনা ঘটে।

নিহত মর্জিনা বেগম (৪৫) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার শহিদুল হকের স্ত্রী। তার বাবার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায়। অন্যদিকে অভিযুক্ত গৃহকর্মী সঞ্চিতা চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ। সঞ্চিতা রাঙ্গামাটি জেলার নানিয়ারচর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, মর্জিনার স্বামী চিকনদণ্ডী ইউনিয়নের একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক। প্রায় দেড় বছর ধরে বি এন ম্যানশনের ভাড়া বাসায় বসবাস করছেন এই দম্পতি। সোমবার সকালে সঞ্চিতা ও মর্জিনার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সঞ্চিতা মর্জিনাকে দা দিয়ে আঘাত করে। এ সময় মর্জিনা গুরুতর আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন বলে জানান।

ইত্তেফাক/এমআর