ইউক্রেনে অভিযান শুরু পর থেকেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে শুরু করে যুক্তরাষ্ট্র ও এর ইউরোপের মিত্ররা। এতে অনেকেই ধারণা করেছিলো দেশটির মুদ্রা মান ও অর্থনীতিতে ধস নামবে। কিন্তু পশ্চিমা মুদ্রাগুলোর বিপরীতে আরও শক্তিশালী হয়েছে রুশ মুদ্রা রুবল। এমনকি গড়ছে নতুন রেকর্ড। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার (২৪ মে) গত ৪ বছরের মধ্যে প্রথমবার মার্কিন ডলারের বিপরীতে রুবলের মান ৫৭ এর নিচে নেমেছে। ইউরোর বিপরীতেও গড়েছে রেকর্ড।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় পূর্ণমাত্রায় অর্থনৈতিক সংকট সত্ত্বেও ডলারের বিপরীতে রুবলের মান বেড়েছে প্রায় ৩০ শতাংশ। এর মাধ্যমে ২০২২ সালের সেরা মুদ্রায় পরিণত হয়েছে সেটি।
মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে ডলারের বিপরীতে রুবলের মান ছিল ৫৬ দশমিক ৩৬, যা গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। এসময় ইউরোর বিপরীতে রুবলের মান ৩ শতাংশ বেড়ে ৫৮ দশমিক ২৪ হতে দেখা গেছে, যা গত ৭ বছরের মধ্যে সর্বোচ্চ।
রাশিয়ার বৃহত্তম ঋণদাতা এসবারব্যাংক সিআইবি এক নোটে বলেছে, রুবলের শক্তিবৃদ্ধির পেছনে খনিজ উত্তোলন ট্যাক্স হিসেবে ৬০ হাজার কোটি রুবল পরিশোধের ডেডলাইন এগিয়ে আসা এবং রপ্তানি করা গ্যাসের দাম রুবলে পরিশোধ নীতির অবদান রয়েছে।