শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সারিয়াকান্দিতে গোখাদ্যের দাম বৃদ্ধিতে উদ্বিগ্ন খামারিরা

আপডেট : ২৫ মে ২০২২, ১৫:১২

গবাদিপশুর খাবারের দাম বাড়ায় বিপাকে পড়েছেন সারিয়াকান্দির খামারিরা। সারিয়াকান্দির বাজারগুলো ঘুরে দেখা গেছে, গত পাঁচ দিন আগে ভুসির দাম ছিল প্রতি কেজি ৪০ টাকা এখন তা বিক্রি হচ্ছে ৫৫ টাকায়, খুদ বিক্রি হতো ৩০ টাকা কেজিতে এখন তা ৩৬ টাকা কেজি, চালের কুড়া আগে ছিল ১৬ টাকা কেজি এখন ২০ টাকা, ক্যাটল ফিড ছিল ৮০০ টাকা (২৫ কেজি) বস্তা এখন তা বেড়ে হয়েছে ১ হাজার ৩০০ টাকা।  

উপজেলার পারতিত পরল গ্রামের খামারি আমজাদ হোসেন জানান, তার খামারে ১১টি গরু রয়েছে| তার মধ্যে পাঁচটি গাভি দুধ দিচ্ছে। প্রতি চার দিনে তার খামারে এক বস্তা ভুসি, এক বস্তা ফিড, চালের কুড়া, খুদ ও অন্যান্য খরচসহ তার ১০ হাজার টাকা ব্যয় হয়। অন্যদিকে দুধ বিক্রি করে চার দিনে তার আয় হয় ৫ হাজার ৭০০ টাকা হতে সর্বোচ্চ ৭ হাজার ৯৮০ টাকা পর্যন্ত। 

তিনি বলেন, প্রতিদিন আমার খামারে ব্যাপকভাবে লোকসান হচ্ছে। এখন খামারের গরুগুলো বিক্রি করে দেওয়ার চিন্তা করছি।  

সারিয়াকান্দি উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. শাহ আলম বলেন, নানা কারণে গবাদিপশুর খাবারের দাম বৃদ্ধি পাচ্ছে। তাই খামারিদের বেশি করে ঘাস চাষ করার জন্য পরামর্শ দিচ্ছি। 

ইত্তেফাক/এআই