বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বেলুচিস্তানে নারীদের গুমের ঘটনায় অ্যামস্টারডামে বিক্ষোভ

আপডেট : ২৫ মে ২০২২, ১৬:৫২

পাকিস্তানের বেলুচিস্তানে নাগরিকদের নিখোঁজ হওয়া পাকিস্তানের মানবাধিকার রেকর্ডে দীর্ঘকালীন কলঙ্ক। বেলুচিস্তানে নারীদের জোরপূর্বক গুমের বিরুদ্ধে অ্যামস্টারডামে বেলুচ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম) একটি বিক্ষোভের আয়োজন করেছে। বিক্ষোভ চলাকালে তারা ব্যানার, পোস্টার এবং প্ল্যাকার্ড ধরে, স্লোগান দেয় এবং লিফলেট বিতরণ করে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এএনআই।

বিএনএম নেদারল্যান্ডসের প্রাক্তন সভাপতি কেয়া বেলুচ বলেন, এই প্রথম পাকিস্তানি বাহিনী একজন বেলুচ মহিলাকে অপহরণ করেছে, এর আগে পাঞ্জগুর, মাশকে এবং আওয়ারানে হাজার হাজার বেলুচ মহিলা জোরপূর্বক গুমের শিকার হয়েছেন ডেরা বুগতিতে৷ অনেক নারীকে পাকিস্তানি বাহিনী নিখোঁজ করেছে।

তিনি আরও বলেন, পাকিস্তান যদি বিশ্বাস করে যে বেলুচ মহিলাদের অপহরণ করার পরে এবং তাদের পুরুষদের আত্মসমর্পণ করতে বাধ্য করবে, তবে এটি তাদের পুরোপুরি ভুল ধারণা।

এজাতীয় অপহরণপ্রক্রিয়া বেলুচিস্তানে চালানো হচ্ছে ১৯৪৮ সাল থেকে, যখন শাসকগোষ্ঠী নিষ্ঠুরভাবে বেলুচিস্তান দখল করে নেয়। বেলুচ জনগণের স্বাধীনতা আন্দোলন দমন করতে ধর্মীয় উগ্রবাদী পাকিস্তানি সেনাবাহিনী এবং সন্ত্রাসীরা সম্মিলিতভাবে নিষ্ঠুর নির্যাতন চালিয়ে আসছে। তাদের যেন লাইসেন্স দেওয়া হয়েছে যখন খুশি যেকোনো বালুচকে মারতে, খুন করতে, ধর্ষণ করতে কোনো বাধা নেই।

ইত্তেফাক/এএইচপি