আজাদি মার্চের জন্য খাইবার পাখতুনখোয়ার সোয়াবি জেলায় পৌঁছেছেন পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান। হাতে পাকিস্তানি পতাকা নিয়ে সেখানে সমর্থকদের উদ্দেশে ভাষণ দিয়েছেন ইমরান খান। তিনি বলেন, আমরা ডি-চৌকে যাচ্ছি, কেউ আমাদের থামাতে পারবেন না। এ সময় সমর্থকেরা উল্লাসে ফেটে পড়ে।
এ সময় ইমরান খান দেশটির বর্তমান সরকারকে 'একদল চোর' হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া তিনি তাদের পাকিস্তানের সবচেয়ে বেশি দুর্নীতিবাজ হিসেবে অভিহিত করেন। ইমরান খান বলেন, তারা জনগণকে ভয় পায় এজন্য অবরোধ বসিয়েছে।
এছাড়া পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, আজাদি মার্চে যোগদানের কারণে বিক্ষোভকারীদের আটক ও হয়রানি করা হচ্ছে।
এদিকে দেশটির জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, পেশোয়ারে পথে পিটিআইয়ের চেয়ারম্যান ইমরান খান ও তার সহযোগীদের আটকের পরিকল্পনা করেছে দেশটির সরকার।
পাকিস্তানের শীর্ষ একজন নিরাপত্তা কর্মী বলেন, আজাদি মার্চ থেকে ইমরান খানকে রুখতেই তাকে আটক করা হতে পারে। ইমরান খান বলেছেন, পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এটি সবচেয়ে বড় মিছিল হতে যাচ্ছে।