চলমান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে চলতি বছরের মধ্যে ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেবে রাশিয়া। রাশিয়ার সামরিক বাহিনীর গোয়েন্দা প্রধান কিরিল বুদানভ একথা বলেছেন। এ প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইয়াহু নিউজ।
ইউক্রেনস্কায়া প্রাভদা পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে কিরিল বুদানভ বলেন, আগামী আগস্ট মাসে যখন পশ্চিমা দেশগুলোর পাঠানো নতুন অস্ত্রের চালান এসে পৌঁছাবে তখন থেকে যুদ্ধেক্ষেত্রের পরিস্থিতি ইউক্রেনের পক্ষে ঘুরে যাবে।
তিনি বলেন, “আমরা মারাত্মকভাবে ভারী অস্ত্রের ঘাটতিতে রয়েছি। ফলে পশ্চিমা অস্ত্র পৌঁছালে যুদ্ধের গতি-প্রকৃতি বদলে যাবে।”
এদিকে, মঙ্গলবার রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু চলমান সংঘাত নিয়ে ভিন্ন কথা বলেছেন। তিনি বলেন, পশ্চিমাদের অস্ত্রের বিশাল চালান সত্ত্বেও লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত মস্কো বিশেষ সামরিক অভিযান অব্যাহত রাখবে।