ইউক্রেনে হামলা করতে গিয়ে বেশ কিছু সামরিক যান হারিয়েছে রাশিয়া। বিধ্বস্ত কিছু ট্যাংক নিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটির রাজধানীতে আয়োজন করা হয়েছে একটি প্রদর্শনী।
কিয়েভের কেন্দ্রে প্রদর্শনী
ইউক্রেন যুদ্ধ শুরুর পর দেশটির রাজধানী কিয়েভে হামলার ঘটনা ঘটলেও বর্তমানে সেখানে আর নতুন হামলার কথা শোনা যাচ্ছে না। বরং রাজধানীর কেন্দ্রে এক প্রদর্শনী চলছে, যেখানে রাশিয়ার বিধ্বস্ত বিভিন্ন ট্যাংকসহ সামরিক যান জনসাধারণের দেখার জন্য রাখা হয়েছে।
রাস্তার পাশে বিধ্বস্ত ট্যাংক
কিয়েভের রাস্তার পাশে পড়ে থাকা এক বিধ্বস্ত রুশ ট্যাংকের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে একদল তরুণ।
বিধ্বস্ত ট্যাংকের সামনে শিশু
কিয়েভের কেন্দ্রে প্রদর্শিত একটি বিধ্বস্ত ট্যাংকের সামনে ছবির জন্য পোজ দিচ্ছে এক শিশু।
খুঁটিয়ে দেখা
কিয়েভে প্রদর্শিত একটি রুশ ট্যাংক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছেন একদল ইউক্রেনীয়।
যুদ্ধের পরিস্থিতি নিয়ে নানা বক্তব্য
ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি নিয়ে গণমাধ্যমগুলোতে নানা খবর পাওয়া যাচ্ছে। সেখানকার প্রকৃত অবস্থা বোঝা এখনো কঠিন। দেশটির উপর রাশিয়ার হামলার তিন মাস পর প্রেসিডেন্ট জেলেনস্কি আগামী কয়েক দিনে আরো জোরালো রুশ হামলার আশঙ্কা করছেন।