শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘নজরুল মেলা’ অনুষ্ঠিত

আপডেট : ২৫ মে ২০২২, ২০:৩৭

নজরুল জয়ন্তী উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজনের পাশাপাশি চ্যানেল আইতে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য আয়োজনে নজরুল মেলা। আয়োজনটি প্রসঙ্গে চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘যে মানুষগুলো তাদের ভাবনা ও কর্ম দিয়ে আমাদের বাঙালি চেতনাকে সমৃদ্ধ করেছেন, অবশ্যই তাদের মধ্যে কাজী নজরুল ইসলাম অন্যতম।’

তিনি জানান, এ বছরের নজরুল মেলায় নজরুল গবেষণায় বিশেষ অবদান রাখার জন্য নজরুল ইনস্টিটিউটকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে। ‘নজরুল মেলা’য় অনলাইনে যুক্ত ছিলেন ইমপ্রেস গ্রুপ ও চ্যানেল আইয়ের পরিচালক প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু।

নজরুল ইসলামকে স্মরণ করে মুকিত মজুমদার বাবু বলেন, ‘কাজী নজরুল ইসলামকে যত বেশি স্মরণ করবো, তার সাহিত্য নিয়ে যত বেশি চর্চা করবো, ততই তা আমাদের সবার মাঝে ছড়িয়ে যাবে। তার থেকে অনেক শেখার আছে।’

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন অপু মাহফুজ, দিলরুবা সাথী ও শাফি আহমেদ। পরিচালনা করেছেন আমীরুল ইসলাম।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন