শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ

আপডেট : ২৫ মে ২০২২, ২১:২৭

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমের সঙ্গে তার কার্যালয়ে বাংলাদেশ হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতকালে ভাইস প্রেসিডেন্ট করোনাকালীন সময় বাংলাদেশ প্রদত্ত বিভিন্ন সহযোগিতা ও মালদ্বীপের উন্নয়নে প্রবাসী বাংলাদেশীদের অবদানের কথা স্মরণ করেন। 

এছাড়া তিনি  উভয় দেশের মধ্য চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারকরণ, বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি এবং শিক্ষা, চিকিৎসা, পর্যটন, ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।

হাইকমিশনার রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদ মালদ্বীপে বাংলাদেশী অবৈধ কর্মীদের দ্রুত বৈধকরণ এবং শ্রমবাজার উন্মুক্ত করণের জন্য অনুরোধ জানান। তিনি উভয় দেশের মধ্যকার সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

এসময় এম্বাসেডর এট লার্জ আব্দুল গফুর মোহাম্মদ এবং মিশনের প্রথম সচিব মো. সোহেল পারভেজ ও তৃতীয় সচিব মিজানুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/জেডএইচডি