আগের বলেই ফ্লাইট দিয়েছিলেন সাকিব আল হাসান, ব্যাটসম্যান দিমুথ করুণারত্নে তাতে শট খেলেননি। পরের বলটাও ফ্লাইটেড ধরতে পেরে পা বাড়িয়ে খেলে সিংগেল নিতে চেয়েছিলেন। অফ স্ট্যাম্পের বাইরে পড়ে বলটা করুণারত্নের ব্যাট-প্যাডের ফাঁক গলিয়ে ভেঙে দিল মিডল স্ট্যাম্প।
গতকাল ইনিংসের ৫৬তম ওভারে সাকিবের ধ্রুপদী এক বলে করুণারত্নের বোল্ড হওয়াটা যেন সবাইকে মন্ত্রমুগ্ধ করল। বাঁহাতি ব্যাটসম্যানের বিরুদ্ধে বাঁহাতি স্পিনারের এক স্বপ্নের ডেলিভারি। ২০০৬ সালের ডিসেম্বরে ইংল্যান্ডের অ্যান্ড্রু স্ট্রাউচকে এমনই এক বলে বোল্ড করেছিলেন প্রয়াত শেন ওয়ার্ন। মিরপুরে গতকাল সাকিব যেন সাবেক এই অস্ট্রেলিয়ান লেগ স্পিন কিংবদন্তিকেই স্মরণ করালেন।
গতকাল ৫৯ রানে ৩ উইকেট নিয়ে সাকিবই বাংলাদেশের সেরা বোলার। কাকতালীয়ভাবে অবশ্য দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাঁহাতি এ অলরাউন্ডারকে নিয়ে কথা বলতে গিয়ে শেন ওয়ার্নকেই টেনে আনলেন বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।
সাকিবে মুগ্ধ এই প্রোটিয়া কোচ বলেছেন, ‘আমার প্রশ্ন হচ্ছে এর চেয়ে বেশি আর কী আপনি একজন মানুষকে শেখাতে পারবেন। শেন ওয়ার্নের মতো, এই ছেলেটা (সাকিব) অনেক অভিজ্ঞ।’
ডোনাল্ড আরো বলেন, ‘আজ (গতকাল) ডাগআউটে বসে কয়েক জনকে বলছিলাম, ডি ভিলিয়ার্সের মতো ব্যাটসম্যান যখন বলে সাকিবকে খেলা কঠিন, তার মতে সাকিবের বল খেলা কঠিন। সে স্মার্ট একজন খেলোয়াড়। সে খুব সূক্ষ্মভাবে তার গতির পরিবর্তন করে, সেটা আজ (গতকাল) আবার দেখাল।’
আজ ম্যাচের চতুর্থ দিনে সাকিবের হাতে ৫ উইকেটের সম্মানও দেখছেন ডোনাল্ড। তিনি বলেন, ‘আশা করি কাল (আজ) সে ৫ উইকেট পাবে, পেলে ব্যাপারটা দারুণ হবে। তাকে দলে পাওয়াটা দারুণ; তার অভিজ্ঞতা, নেতৃত্ব পাওয়াটা দারুণ। এটা অমূল্য।’