সিরাজগঞ্জের কামারখন্দে ধান ক্ষেত থেকে অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলার হায়দারপুর গ্রামের ধান ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
কামারখন্দ থানার ওসি মো. হাবিবুল্লাহ জানান, সকালে ধান ক্ষেতে ওই বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
তিনি আরও জানান, লাশের কোথাও আঘাতের চিহ্ন নেই। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।