কক্সবাজারের টেকনাফ উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ১টি আগ্নেয়াস্ত্র, ১টি গুলির খোসা ও রামদাসহ দু'রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ মে) রাত রাত সোয়া ৩টার দিকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন ১৬ এপিবিএনের অধিনায়ক (এসপি) মো. তারিকুল ইসলাম তারিক।
আটকরা হলেন, টেকনাফের উনচিপ্রাং ক্যাম্পের মো. জালাল আহাম্মদের ছেলে মোহাম্মদ জোহান (২৪) ও মৃত গুরা মিয়ার ছেলে মোহাম্মদ নুর (৩৭)।
১৬ এপিবিএনের অধিনায়ক জানান, বৃহস্পতিবার ভোররাত ৩টা ২০মিনিটের দিকে উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১টি একনালা বন্দুক, ১টি রাবার বুলেটের খোসা ও ১টি লম্বা দা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।