লালমনিরহাটের হাতীবান্ধা দইখাওয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ক্লাস বন্ধ রেখে সংবাদ সম্মেলন করা হয়েছে। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে ওই কলেজের শ্রেণিকক্ষে সংবাদ সম্মেলন করে আব্দুস সালাম নামে এক মাদক কারবারির পরিবার।
স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুস সালামের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মাদকের মামলা রয়েছে। তার মাদক কারবারি নিয়ে গত কয়েক দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হচ্ছিল। এর প্রতিবাদে দইখাওয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শ্রেণিকক্ষে ক্লাস বন্ধ রেখে সংবাদ সম্মেলন করে সালাম ও তার পরিবার।
নাম প্রকাশ না করার শর্তে কলেজের এক ছাত্র বলেন, ‘আমার বুঝে আসে না, কেমন করে কলেজে মাদক মামলার আসামি সংবাদ সম্মেলন করে। এখানে আমাদের শিক্ষকদের ভূমিকাও রহস্যজনক। তারা কী কারণে এ ধরনের সংবাদ সম্মেলন করতে দিলো।’
রাশেদ মেনন বিদ্যুত নামে এক অভিভাবক বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠানে কেমন করে একজন মাদক কারবারি ক্লাস চলাকালীন সংবাদ সম্মেলন করে। আমরা আমাদের সন্তানদের নিয়ে খুবই চিন্তিত।’
অভিযুক্ত আব্দুস সালাম বলেন, ‘কলেজ অধ্যক্ষের কাছে অনুমতি নিয়ে সংবাদ সম্মেলন করেছি।’
কলেজের অধ্যক্ষ জাহাঙ্গির আলম বলেন, ‘সংবাদ সম্মেলনের বিষয়ে আমাকে কেউ অবগত করেনি। জানার পর তাদের নিষেধ করলেও তারা জোর করে আমার শ্রেণিকক্ষ ব্যবহার করেছেন।’
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম বলেন, ‘মাদক কারবারি আব্দুস সালাম সংবাদ সম্মেলন করেছে বলে শুনেছি। তার বিরুদ্ধে মাদক মামলা রয়েছে। সালামকে ধরতে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।’