পূর্ব সুন্দরবনের কটকা থেকে হরিণের মাংস,চামড়া ও হরিণধরা ফাঁদসহ একজন শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে কটকা এলাকার বন থেকে মিজান হাওলাদার (৪৫) নামে ওই শিকারিকে আটক করা হয়েছে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শহীদুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুরে কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাদিক মাহমুদের নেতৃত্বে বনরক্ষীরা নিয়মিত টহলকালে বনের হুমরার ভদ্দর খালে দুটি ডিঙি নৌকা দেখতে পেয়ে এগিয়ে যায়। এসময় চোরা শিকারিরা খালের পাড়ে হরিণের মাংস কাটছিল।
বনরক্ষীদের দেখে তারা বনের মধ্যে পালিয়ে যায়। তাদের ধাওয়া করে মিজান হাওলাদারকে আটক করতে সক্ষম হয় বনরক্ষীরা। বাকি ৮ জন শিকারি গভীর বনে পালিয়ে যায়। আটক মিজান শরণখোলা উপজেলার শরণখোলা পানিরঘাট গ্রামের মৃত তানজের হাওলাদারের পুত্র।
বনরক্ষীরা ঘটনাস্থল থেকে চারটি হরিণের মাথা, চারটি চামড়া, এক মণ হরিণের মাংস, হরিণ ধরা ফাঁদ ও দুটি ডিঙি নৌকা জব্দ করে।
শহীদুল ইসলাম আরও জানান, বন আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে চালান দেওয়া হবে এবং আদালতের নির্দেশে হরিণের মাংস মাটি চাপা দেওয়া হবে।