দুটি অনিবন্ধিত হাসপাতাল ও ক্লিনিক বন্ধ করে দিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশের পর বৃহস্পতিবার (২৬ মে) সাভার থানা রোডে অবস্থিত মুক্তি ক্লিনিক ও বাসষ্ট্যান্ড এলাকার সাভার জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে সিলগালা করে দেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা নেতৃত্বে একটি ভ্রাম্যমান দল সাভারের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে এ অভিযান চালান।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশের পর উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালানো হয়। অভিযানকালে মুক্তি ক্লিনিক ও সাভার জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ তাদের অনুমোদনের কাগজ পত্র দেখাতে ব্যর্থ হয়। এসময় প্রতিষ্ঠান দুটিকে সিলগালা করে দেয়া হয়েছে। অনুমোদনহীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।