বুধবার, ৩১ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জোয়ার এলেই ডুবে যায় রাস্তা

আপডেট : ২৮ মে ২০২২, ০২:১৫

জোয়ারের পানি এলেই ডুবে যায় রাস্তা। বন্ধ হয়ে যায় পথচারীর চলাচল। এ সময় অনেকটা ঘরবন্দি সময় কাটান ঐ এলাকার প্রায় ২০০ পরিবার। এ ছাড়া ভাঙলে রাস্তায় সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। জোয়ারের পানিতে রাস্তার বেশির ভাগ অংশই খালের মধ্যে বিলীন হয়ে গেছে। এতে গাড়ি চলাচল তো দূরের কথা, পায়ে হেঁটে চলাচল করাও দুষ্কর। ফলে স্থানীয়রা রাস্তায় সাঁকো নির্মাণ করেছেন। এ চিত্র ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডস্হ দরুন বাজার গ্রামের মিয়াজী বাড়ির জামে মসজিদের সামনে থেকে দক্ষিণ-পশ্চিম দিকে বেড়িবাঁধ পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার।

স্থানীয় বাসিন্দা আমানুল্লাহ মিয়াজীসহ বেশ কয়েক জন জানায়, বিগত ১০ বছরের মধ্যে রাস্তাটির কোনো সংস্কার করা হয়নি। ঘনবসতিপূর্ণ এলাকাটির এই রাস্তা দিয়ে প্রতি দিন ১ হাজার ৫০০ মানুষ যাতায়াত করে। একটু বৃষ্টি হলে বা জোয়ারের পানি উঠলেই রাস্তাটি সম্পূর্ণ তলিয়ে যায়। কেউ অসুস্থ হলে ডাক্তারের কাছে নিতে নৌকা ছাড়া কোনো উপায় থাকে না। এমন অবস্থায় কয়েক দিন আগে এলাকাবাসীরা মিলে রাস্তার ওপরে বাঁশ, সুপারি ও খেঁজুর গাছ দিয়ে সাঁকো তৈরি করেছি। এখন এটাই চলাচলের এক মাত্র ভরসা। মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী সঙ্গী, তানিশা, সুমন, মারুফসহ অনেকে জানায়, রাস্তা খারাপ থাকায় অনেক বার বইখাতা নিয়ে পানির মধ্যে পড়ে গেছি। এলাকাবাসী জানায়, রাস্তাটি খারাপ থাকায় ২০১৭ সালে স্কুলে যাওয়ার সময় একই এলাকার বসু খার ছেলে অন্তর (১০) জোয়ারের পানিতে ডুবে মারা যায়।

এ বিষয়ে সাচড়া ইউপি চেয়ারম্যান মো. মহিবুল্লাহ মৃধা জানান, ক্ষতিগ্রস্ত রাস্তার কারণে এলাকার মানুষ যাতায়াতে কষ্ট পাচ্ছে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আশা করি, জরুরি ভিত্তিতে রাস্তাটি সংস্কার করা হবে। এলজিইডির উপজেলা প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, রাস্তার সমস্যার বিষয়ে এলাকাবাসী লিখিত আকারে দিলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান জানান, এলাকাবাসী যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে, সে জন্য রাস্তাটি পরিদর্শন করে যত দ্রুত সম্ভব আমরা মেরামতের উদ্যোগ নিব।

ইত্তেফাক/এএইচপি