শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

শেরপুরে মোটরসাইকেলের ধাক্কায় ভ্যান চালক নিহত

আপডেট : ২৮ মে ২০২২, ১৩:৪৪

বগুড়ার শেরপুরে দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় শ্রী বিনোদ সরকার (৩০) নামে এক ভ্যান চালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ মে) মধ্যরাতে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়। তিনি উপজেলার বিশালপুর ইউনিয়নের কামাল খান গ্রামের শ্রী জগন্নাথ সরকারের ছেলে। তিনি শুক্রবার রাতে স্থানীয় রানীরহাটে অবস্থিত সিরাজগঞ্জ মোড়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বিনোদ পেশায় একজন ভ্যান চালক। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে রানীরহাটের সিরাজগঞ্জ মোড়ে ভ্যানটির চ্যাসিস ভেঙে পড়ে। এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন বিনোদ। পরে স্থানীয় লোকজন এসে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বগুড়ায় শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ভ্যান চালককে ধাক্কা দেওয়া মোটরসাইকেল ও চালককে সনাক্ত করতে কাজ শুরু করা হয়েছে।

ইত্তেফাক/এমআর