নোয়াখালীর চাটখিল উপজেলা সদরে অবস্থিত ভীমপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কারিগরি কলেজের নতুন ভবনের উদ্বোধন, অভিভাবক সমাবেশ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বাতেনের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মে) সকালে বিদ্যালয় মাঠে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী একাংশ) আসনের সংসদ সদস্য এইচ.এম.ইব্রাহিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা- এএসএম মোসা, পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন জাহাঙ্গীর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী তাহের ইভু, রোজি শাহিন, থানার অফিসার ইনচার্জ মো. গিয়াস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া, উপজেলার আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাজমুল হুদা পাটওয়ারী (শাকিল) প্রমুখ।
পরে প্রধান অতিথি এমপি এইচ.এম. ইব্রাহিম ১ কোটি ৩৭ লাখ টাকা ব্যয়ে চাটখিলের বদলকোট-হাসর রোড পুনঃসংস্কার কাজের উদ্বোধন করেন। এ সময় স্থানীয় ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান বাহালুর উপস্থিত ছিলেন।