শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিশ্ব পরিবেশ দিবসে ক্লাইমেট ক্যাম্প

আপডেট : ২৯ মে ২০২২, ১২:৫৭

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজন করা হচ্ছে ক্লাইমেট ক্যাম্পের দ্বিতীয় সিজন। আর্থ সোসাইটির উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। 

পরিবেশের ভারসাম্য পুনরুদ্ধারের লক্ষ্যে ২০২১-২০৩০ সালকে জাতিসংঘ দশক ঘোষণা করে আর্থ সোসাইটি। এ বছর ক্লাইমেট ক্যাম্প থেকে আগামী ১০ বছরের কাজের পরিকল্পনা গ্রহণ করা হবে।

টেকসই পৃথিবী, ভবিষ্যতের জন্য যুবকদের পৃথক পদক্ষেপ এবং তাদের নিজস্ব আইডিয়া বা ধারণা দিতে উৎসাহিত করতে ক্লাইমেট ক্যাম্পের আয়োজন করা হচ্ছে। তাদের এই ধারণা ও বিভিন্ন কর্মসূচির ওপর ভিত্তি করে বেছে নেওয়া হবে সেরা তিন বিজয়ীকে। তাদের জন্য পুরস্কার হিসেবে থাকছে ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া ক্লাইমেট ক্যাম্প ফেলোশিপের অধীনে যেকোনো একজন ক্লাইমেটপ্রেনারের জন্য পুরস্কার হিসেবে থাকছে ১ লক্ষ টাকা। আগামী ৩০ মে থেকে দ্য আর্থ সোসাইটির ওয়েবসাইটে নাম নিবন্ধন করতে পারবেন আগ্রহীরা।

ক্লাইমেট ক্যাম্পের সহযোগী হিসেবে রয়েছে ‘বেটার বাংলাদেশ টুমরো (ওয়ালটনের একটি টেকসই উদ্যোগ)’। আয়োজনের কৌশলগত অংশীদার হিসেবে রয়েছে ‘ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশ’। এছাড়া ক্লাইমেট ক্যাম্প আয়োজনের অংশীজন হিসেবে সঙ্গে রয়েছে ইএমকে সেন্টার ঢাকা, এসবিকে টেক ভেনচার, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি ও ইয়ুথ নেট। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক ইত্তেফাক। 

উল্লেখ্য, দ্যা আর্থ সোসাইটি একটি সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে দ্যা আর্থ সোসাইটি শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০ পুরস্কার লাভ করে। প্রতিষ্ঠানটি গত ১৫ বছর ধরে তরুণ এবং পরিবেশ নিয়ে কাজ করে আসছে। 

 

 

ইত্তেফাক/এএএম