স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে গাইবান্ধার গোবিন্দগঞ্জের অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়েছে। গোবিন্দগঞ্জে এসি ল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুহিন ইসলাম এই অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রবিবার (২৯ মে) সকাল থেকে শুরু হওয়া এ অভিযান চলে বিকাল ৫টা পর্যন্ত।
অভিযানে অনিয়মের মাধ্যমে পরিচালিত ৬টি ক্লিনিকের পরিচালককে ৩০ হাজার টাকা জরিমানা ও ৬টি অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়।
গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জারিন জায়েদ জিতু বলেন, ‘স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে। এই উপজেলায় অনেক অনিবন্ধিত ক্লিনিক ও ডায়াগনস্টিক রয়েছে। পর্যায়ক্রমে সবগুলোতে এ অভিযান পরিচালিত হবে।’
গোবিন্দগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুহিন ইসলাম বলেন, ‘অভিযান পরিচালনার সময় যেসব প্রতিষ্ঠানের কাগজপত্র নেই, নিবন্ধন নেই, সেগুলো সিলগালা করে দিচ্ছি। আজ মোট ১২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যহত থাকবে।’