প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মঞ্চে অংশগ্রহণ করেছে গুজরাট টাইটান্স। আর প্রথমবার অংশ নিয়েই শিরোপা নিজেদের করে নিলো হার্দিক পান্ডিয়ার দল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে রবিবার এক লাখের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনালে গুজরাটের জয় ৭ উইকেটে। ১১ বল বাকি থাকতে রাজস্থানের ১৩০ রান তারা পেরিয়ে যায়।
গুজরাটের নায়ক অধিনায়ক হার্দিক পান্ডিয়া। বোলিংয়ে ৪ ওভারে ১৭ রান দিয়ে তিনি নেন জস বাটলার, সাঞ্জু স্যামসন ও শিমরন হেটমায়ারের মূল্যবান উইকেট। ভারতীয় অলরাউন্ডার পরে ৩০ বলে ৩ চার ও এক ছক্কায় খেলেন ৩৪ রানের ইনিংস।