নিখোঁজের ৪ দিন পর মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীর কূল থেকে ভাসমান অবস্থায় ইউসুফ আলী (১৬) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (৩১ মে) দুপুরে উপজেলার আজিমনগর ইউনিয়নের বাগডাঙ্গি এলাকা পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। হরিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত ইউসুফ আলী উপজেলার লেছড়াগঞ্জ ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত কালাম গায়েনের ছেলে।
ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, সকালে লাশটি ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে লাশের সুরত হাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্ত জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হবে। ইউডির মামলার প্রস্তুতি চলছে।