নওগাঁর নিয়ামতপুরে অবৈধভাবে ধান মজুদ রাখার দায়ে তিন ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জুন) উপজেলার সন্তোষপাড়া মোড় ও গাবতলী বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের সন্তোষ পাড়া মোড়ের ধান ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকুর রহমানের গুদামে অবৈধভাবে প্রায় ৫০০ টন ধান মজুতের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এদিকে, একই ইউনিয়নের গাবতলী বাজারে অবস্থিত ধান ব্যবসায়ী রাজু আহমেদ ও ওয়াহেদ আহমেদ তাদের গুদামে অবৈধভাবে ধান মজুদের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের পরিদর্শক মোয়াজ্জেম হোসেন।
সহকারী কমিশনার (ভূমি) মনজুরুল আলম বলেন, ‘সারাদেশে অভিযানের অংশ হিসেবে নিয়ামতপুর উপজেলায় অভিযানকালে ৩টি গুদামে অবৈধভাবে ধান মজুদের অপরাধে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। গুদামে সংরক্ষিত ধান আগামী এক সপ্তাহের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়।’ অবৈধভাবে মজুদকৃত প্রতিটি গুদামে অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি।