ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করা চিংড়ির একটি চালান জব্দ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার গভীররাতে যশোর শহরের চাঁচড়া মোড়ে একটি ট্রাক থেকে দেড় টন চিংড়ি জব্দ করা হয়।
এ সময় দুই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করেন জেলা মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদার।
জেলি পুশ করা চিংড়ি সাতক্ষীরা থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল। খবর পেয়ে র্যাব সদস্যরা যশোর-বেনাপোল সড়কের চাঁচড়ায় চেকপোস্ট বসায়। এ সময় চিংড়ি ভর্তি একটি ট্রাক থামিয়ে পরীক্ষা করা হয়। পরে চিংড়িতে ইনজেকশনের মাধ্যমে জেলি পুশ করার প্রমাণ পাওয়া যায়। চিংড়িতে জেলি পুশ করায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার নওয়াপাড়া গ্রামের মো. আব্দুল্লাহ ও একই গ্রামের মো. জালালকে ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা করা হয়।
র্যাব-৬,যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান, স্কোয়াড কমান্ডার এএসপি তারেক আমান বান্না এবং যশোর জেলা মৎস্য পরিদর্শক ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা লিপ্টন সরদার এ অভিযান পরিচালনা করেন।