শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ঝিনাইগাতীতে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

আপডেট : ০৩ জুন ২০২২, ১৭:৩০

শেরপুরের ঝিনাইগাতী বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। উপজেলার কাংশা ইউনিয়নের গজনী সীমান্তের পাহাড়ি এলাকা ভেড়ভেড়ি নামকস্থান থেকে হাতির মৃতদেহটি উদ্ধার করা হয়। 

শুক্রবার (৩ জুন) দুপুরে বন বিভাগের বন্য প্রাণী অধিদপ্তর ও প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে হাতির মৃতদেহটি ময়নাতদন্তের পর মাটি চাপা দেওয়া হয়। এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, শেরপুরের বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তা সুমন সরকার, বন্য প্রাণী সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মঞ্জরুল আলম (সোহেল) রাংটিয়া ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ মকরুল ইসলাম আকন্দ, বালিজুরি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম, ঝিনাইগাতী থানার এস আই আনোয়ার হোসেন। 

রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ জানান, বৃহস্পতিবার বিকেলে তারা হাতিটির মৃতদেহের সন্ধান পান। মর্দা হাতিটির বয়স হবে প্রায় ১৫ বছর। 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন বলেন, হাতিটির মৃত্যু হয়েছে প্রায় ৩ দিন পূর্বে। তার মতে খাদ্যে বিষক্রিয়ায় হাতিটির মৃত্যু হতে পারে।

ইত্তেফাক/এমএএম