বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঘরের দরজা ভেঙে সাবেক এমপির মরদেহ উদ্ধার

আপডেট : ০৪ জুন ২০২২, ১৭:১৭

দিনাজপুরের ফুলবাড়ীতে ঘরের দরজা ভেঙে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শোয়েব বাবুলের (৭৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুরস্থ নিজ বাড়ি তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিতে বিভিন্ন রোগে ভুগছিলেন। ওই বাড়িতে তিনি ও তার  কেয়ারটেকার ছাড়া অন্য কোনো সদস্য থাকতেন না।

পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার (৩ জুন) রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন শোয়েব বাবুল। শনিবার সকালে ঘুম থেকে না ওঠায় বাড়ির কেয়ারটেকার ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করেন।

তার ব্যক্তিগত চিকিৎসক ডা. লাবু জানিয়েছেন, বার্ধক্যজনিতে রোগে ভোর ৪টার দিকে তিনি ইন্তেকাল করেছেন। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মোহাম্মদ শোয়েব বাবুল ১৯৮৮ সালে জাতীয় পার্টি থেকে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ফুলবাড়ী পৌরসভার প্রথম প্রশাসক।  

 

ইত্তেফাক/ইউবি