শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

লর্ডস টেস্ট

ইংল্যান্ডকে জিতিয়ে ১০ হাজারি ক্লাবে রুট

আপডেট : ০৬ জুন ২০২২, ১৬:৫০

সমালোচনার চাপে পড়ে ছেড়ে দিতে হয়েছে নেতৃত্ব। কিন্তু ব্যাটার জো রুটকে নিয়ে প্রশ্ন ছিল না বললেই চলে। সেই রুটের সেঞ্চুরিতে চড়েই ম্যাককালাম-স্টোকস যুগের শুরুটা হলো দুর্দান্তভাবে। লর্ডস টেস্টে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে ১০ ম্যাচ পর টেস্টে জয়ের দেখা পেলো ইংল্যান্ড।

এর আগে কখনোই চতুর্থ ইনিংসে সেঞ্চুরি ছিল না রুটের। গতকাল ১১৫ রানের হার না মানা ইনিংসে সেই শূন্যস্থানে বৃত্ত ভরাট করেন এই ব্যাটার। ২৬তম সেঞ্চুরিতে ইংল্যান্ডকে জেতানোর পাশাপাশি যুক্ত হয়েছেন ১০ হাজারি ক্লাবে। টেস্ট ক্রিকেটের ১৪তম ও ইংল্যান্ডের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন তিনি। সময়ের হিসাবে যা দ্রুততম (৯ বছর ১৭১ দিন)।

প্রথম তিন দিন পেন্ডুলামের মতো দুলতে থাকার পর শেষ হাসিটা হাসল ইংল্যান্ডই। ২৭৭ রানের লক্ষ্যে ৬৯ রানেই চার উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। পঞ্চম উইকেটে বেন স্টোকস ও রুটের ৯০ রানের জুটিতে অস্বস্তি কাটলেও জয়ের তখনো ঢের বাকি। কিন্তু বেন ফোকসকে নিয়ে ১২০ রানের জুটিতে বাকি পথটা নিরাপদেই পাড়ি দেন রুট।

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড :১৩২ ও ২৮৫
ইংল্যান্ড :১৪১ ও ২৭৯/৫ (রুট ১১৫*, ফোকস ৩২*; জেমিসন ৪/৭৯ )
ফল :ইংল্যান্ড ৫ উইকেটে জয়ী
ম্যাচ-সেরা :জো রুট
সিরিজ :তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড

ইত্তেফাক/টিএ