বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

গজনিতে দুই শিয়া ধর্মগুরুর অফিস বন্ধ করে দিয়েছে তালেবান

আপডেট : ০৮ জুন ২০২২, ১৬:৩৩

গজনির দুই শিয়া ধর্মগুরু আয়াতুল্লাহ মোহাম্মদ ইসহাক ফাইয়াজ এবং আয়াতুল্লাহ মোহাকেক কাবুলের অফিস বন্ধ করে দিয়েছে তালেবান। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আফগানিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের নিপীড়নের বিষয়ে মার্কিন বার্ষিক প্রতিবেদন প্রত্যাখ্যান করার পরেই এমনটা ঘটলো। 

এদিকে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের "আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা রিপোর্ট" এর নিন্দা জানিয়েছে তালেবান। তারা বলছে, বলেছে যে আফগানিস্তানে সংখ্যালঘুদের ধর্মীয় ও নাগরিক অধিকার সুরক্ষিত

গত বছর আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে যে তালেবান গত মাসে গজনি প্রদেশে সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের নয় ব্যক্তিকে হত্যা করেছে।

অ্যামনেস্টির এক তদন্ত বলছে, এই ব্যক্তিদের উদ্দেশ্যপ্রণোদিত ভাবে খুন করা হয়।

গত কয়েক সপ্তাহে, বেশ কয়েকটি  বিস্ফোরণের ঘটনা ঘটেছে দেশটিতে।, বিশেষ করে সংখ্যালঘুদের লক্ষ্য করেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানা গেছে। । এমন সিরিজ বিস্ফোরণ এবং দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, বিশেষ করে সংখ্যালঘুদের ওপর এমন হামলা নিন্দা জানিয়ছে জাতিসংঘ (ইউএন), ইইউ, মার্কিন যুক্তরাষ্ট্র।

ইত্তেফাক/এএইচপি