বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৬০০ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারে এবার জ্বলবে আলো

আপডেট : ০৯ জুন ২০২২, ১০:৪১

খাগড়াছড়ির রামগড়ের দুর্গম পাহাড়ি পল্লীর ৬০০ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবার পেলো প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্পের উপহারের ৬০০ সোলার প্যানেল। প্রতিটি পরিবারকে ১০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার প্যানেলের সঙ্গে ফিটিংস স্থাপন এবং পরিবহণ খরচ হিসেবে দেওয়া হয় ৬৫০ টাকা।

বুধবার (৮ জুন) পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা নিজ হাতে বিতরণ করেন এসব সোলার প্যানেল।

এসময় নিখিল কুমার বলেন, ‘প্রধানমন্ত্রীর ঘোষিত ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা নিশ্চিতকরণ কর্মসূচির আওতায় বিদ্যুৎবিহীন দুর্গম পাহাড়ি পল্লীর বাসিন্দাদের এ সোলার দেওয়া হচ্ছে। ১০০ ওয়াট ক্ষমতাসম্পন্ন সোলারের সাহায্যে বাতির আলো  ছাড়াও ফ্যান চালানো ও মোবাইল ফোন চার্জ ইত্যাদি সুবিধাও ভোগ করা যাবে।’ 

তিনি বলেন, ‘দুর্গম এলাকার বিক্ষিপ্ত ও বিচ্ছিন্ন পাহাড়ি পল্লী, যেখানে সহজে বিদ্যুৎ লাইন সম্প্রসারণ সম্ভব নয়, ওইসব পাহাড়ের বাসিন্দাদের সোলারের মাধ্যমে প্রধানমন্ত্রীর ঘরে ঘরে  বিদ্যুতের এ  ঘোষণার বাস্তবায়ন করা হচ্ছে।’
রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারি বলেন, ‘রামগড় উপজেলার  ১ নম্বর রামগড় ইউনিয়নের ১, ২ ও ৩ এবং পার্শ্ববর্তী মাটিরাঙ্গার ৯ নম্বর ওয়ার্ডের  প্রায় ৬০০ ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারের মাঝে উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিজ হাতে সোলারগুলো বিতরণ করেছেন।’

রামগড় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খোন্দকার ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, ‘দুর্গম পাহাড়ি পল্লীর সুবিধাবঞ্চিত যে ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিবারগুলো এত দিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে রাতের আঁধারে ডুবে থাকতো, এখন তাদের ঘরেও আলো জ্বলবে,  সেই আলোয় ছেলে-মেয়েরা লেখাপড়া করতে পারবে। এত দিন যেটি তাদের কাছে  স্বপ্নের মতো ছিল, এখন এ সুবিধা হাতে পেয়ে আনন্দে আত্মহারা তারা।’  

বুধবার উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের অন্তুপাড়া জুনিয়র স্কুল মাঠে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের  সদস্য (বাস্তবায়ন) মো. হারুণ অর রশিদের সভাপতিত্বে সোলার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। বিশেষ অতিথি ছিলেন রামগড় উপজেলা চেয়ারম্যান  বিশ্ব প্রদীপ কুমার কারবারি, উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, ইউপি চেয়ারম্যান  শাহ আলম মজুমদার।

ইত্তেফাক/মাহি