রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

শীতলক্ষ্যা নদীতে ভাসমান যুবকের লাশ উদ্ধার

আপডেট : ০৯ জুন ২০২২, ১৯:৪৩

মুন্সীগঞ্জ সদর উপজেলার চর মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরির কাছে শীতলক্ষ্যা নদীতে অর্ধ গলিত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে সদর উপজেলার চর মুক্তারপুর শাহ সিমেন্ট ফ্যাক্টরির কাছে খালি গায়ে অজ্ঞাতনামা এই যুবকের লাশ জিন্সের প্যান্ট পরিহিত অবস্থায় উদ্ধার করা হয়। ভাসমান অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

মুক্তারপুর নৌ-পুলিশ স্টেশনের ইনচার্জ ইন্সপেক্টর মো. লুৎফর রহমান জানান, নদীর অন্য কোথাও থেকে ভেসে লাশটি এখানে আসে। ধারণা করা হচ্ছে কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে তিনি জানান।

ইত্তেফাক/এমএএম