সেতুতে সিঁড়ি। চমকে ওঠার মতো হলেও বাস্তব। সংযোগ সড়ক না থাকায় গৌরনদীর হোসনাবাদ এলাকার নিজাম উদ্দিন ডিগ্রি কলেজের সামনে খালের ওপর নির্মিত সেতুতে ওঠা-নামা করতে হয় সিঁড়ি বেয়ে। এ ছাড়াও, দু’পাশের রেলিং ভেঙে যাওয়ার কারণে লোকজন চলাচলের জন্য সেতুটি এখন ঝুঁকিপূর্ণ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, সংযোগ সড়ক না থাকার কারণে রাস্তা থেকে ৫/৬ ফুট উঁচুতে নির্মিত এ সেতুর ওপর দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। এরপরেও স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকার লোকজন নিরুপায় হয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় দুই যুগ ধরে ওই সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন।
সরিকল ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক হোসেন মোল্লা বলেন, ‘প্রায় দুই যুগ আগে এলজিইডি এই আয়রন ব্রিজটি নির্মাণ করে। তবে সেসময় ব্রিজের সঙ্গে তারা কোনো সংযোগ সড়ক নির্মাণ করেনি। পরবর্তী সময়ে এলাকাবাসী চলাচলের সুবিধার্থে নিজস্ব উদ্যোগে ব্রিজের উভয় পাশে সিমেন্টের সিড়ি নির্মাণ করেন। আজও সংযোগ সড়ক হয়নি।’
এ ব্যাপারে গৌরনদী উপজেলা প্রকৌশলী মো. অহেদুর রহমান বলেন, ‘সংযোগ সড়ক না রেখে অপরিকল্পিতভাবে বহু আগে ব্রিজটি নির্মাণ করা হয়েছে। ওই ব্রিজটি ভেঙে যানবাহন চলাচলের উপযোগী করে একই স্থানে শিগগির নুতন আরেকটি ব্রিজ তৈরি করা হবে।’