বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঝিনাইগাতীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

আপডেট : ১০ জুন ২০২২, ১৯:০২

শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে দিয়ামনি নামে (১৪) মাস বয়সের এক শিশু কন্যার মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১০ জুন) দুপুরে উপজেলা সদর ইউনিয়নের সারিকালিনগর গ্রামে। দিয়ামনি ওই গ্রামের রফিকুল ইসলামের কন্যা। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দুপুর ২ টার দিকে দিয়ামনি বাড়িতেই খেলাধুলা করছিল। হঠাৎ করে বাড়ির পাশে পাহাড়ি ঢলের পানিতে পড়ে নিখোঁজ হয় দিয়ামনি। বহু খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশে জমে থাকা পাহাড়ি ঢলের পানিতে লাশ ভেসে ওঠে। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। 

ইত্তেফাক/এমএএম