শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কাঠফাটা রোদেও ত্বক থাকুক উজ্জ্বল 

আপডেট : ১০ জুন ২০২২, ২১:১৩

রোদের তীব্রতায় ত্বক পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কাঠফাটা রোদে বেরুলে ত্বকের ক্ষতি হবেই হবে। গরমের এই সময়টাতে তাই ত্বকের সুরক্ষায় বাড়তি যত্ন নেওয়া দরকার। গরমে মুখে বরফ মাখতে পছন্দ করেন অনেক রূপ সচেতন নারীরা। তাতে কম সময়ে চেহারার ঔজ্জ্বল্য ফিরে। কিন্তু কখনও একটি বড় পাত্রে বরফ পানি রেখে তাতে মুখ ডুবিয়ে রেখেছেন কি, জেনে নিন এতে কী হয়। 

একটি বড় পাত্র পূর্ণ করে দিন বরফে। তারপর তাতে ঠাণ্ডা পানি ঢালুন। এবার ১০ থেকে ১৫ সেকেন্ড সেই পাত্রে মুখ ডুবিয়ে নিয়ে তুলে নিন। চার থেকে পাঁচবার একই ভাবে করতে হবে। খুব ভালো মানের ফেসিয়াল যে কাজ করতে পারে, এটিও সেই কাজটি করে দেয়। সাধারণত গরমে সারাদিন দৌড়াদৌড়ি করে ঘেমেনেয়ে লাল হয়ে যায় অনেকের মুখ। চেহারায় পড়ে ক্লান্তির ছাপও। তবে এভাবে ত্বকের যত্ন নিলে দ্রুত চেহারার ঔজ্জ্বল্য ফিরবে। এ ছাড়াও আছে বেশ কিছু উপকার। 

বরফ ঠাণ্ডা পানিতে মুখ ডুবিয়ে রাখলে রক্ত চলাচল বাড়ে। তাতেই ফিরে মুখের স্বাভাবিক ঔজ্জ্বল্য

  • প্রদাহ কমায়। মুখে ব্রণ দেখা দিলেও সমস্যা কমায়।
  • সারাদিন কম্পিউটারের দিকে তাকিয়ে কাজ করে চোখ-মুখে ফোলা ভাব দেখা দেয় কারও কারও। বরফ দেওয়া ঠাণ্ডা পানিতে মুখ ডুবিয়ে রাখলে তা দূর হয়ে যাবে। 
  • মুখ উজ্জ্বল দেখায়। ঠাণ্ডা পানিতে মুখ ডুবিয়ে রাখলে রক্ত চলাচল বাড়ে। তাতেই ফিরে মুখের স্বাভাবিক ঔজ্জ্বল্য।  
  • নিয়মিত এভাবে রূপচর্চা করলে মুখে বয়সের ছাপ পড়ে না। বলিরেখা, দাগছোপ— সবই থাকে দূরে। তারুণ্য বাস করতে শুরু করে ত্বকে। 

 

 

ইত্তেফাক/আরএম

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন