শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ভোট পড়েছে ১৮ দশমিক ৪৩ শতাংশ

আপডেট : ১৫ জুন ২০২২, ১৪:১৯

জমজমাট প্রচার-প্রচারণা শেষে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। আজ বুধবার (১৫ জুন) দুপুর ১টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। বৃষ্টির কারণে সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছে কেন্দ্রগুলোতে।

রিটার্নিং অফিসার শাহেদুন্নবী চৌধুরী দুপুর ১ টার দিকে বলেছেন, সকালে বৃষ্টির কারণে ভোটারদের ভোগান্তিতে পড়তে হয়েছে। তাই সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ভোট পড়েছে ১৮ দশমিক ৪৩ শতাংশ।  তবে এখন সকালের চেয়ে বেশি ভোট পড়ছে বলে জানান তিনি। 

এর আগে, সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫টি ভোটকেন্দ্রে ৬৪০টি বুথে ভোট হচ্ছে ইভিএমে। এ নির্বাচনে ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এর মধ্যে নারী ১ লাখ ১৭ হাজার ৯২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার দুইজন। 

ইত্তেফাক/কেকে