শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

আফ্রিকান নেশনস কাপ

১০ গোলে নাইজেরিয়ার রেকর্ড জয়

আপডেট : ১৫ জুন ২০২২, ২০:০০

আফ্রিকান নেশনস কাপের বাছাইয়ে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে নাইজেরিয়া। সোমবার সাও তোমে এবং প্রিন্সিপেকে ১০-০ গোলে হারিয়েছে আফ্রিকান ঈগলসরা। আফ্রিকান নেশন্স কাপের বাছাইয়ে এতদিন সর্বোচ্চ ৮ গোলে জয়ের রেকর্ড ছিল ঘানা, কেনিয়া ও লিবিয়ার। কাতারে ফিফা ফুটবল বিশ্বকাপে জায়গা না পেলেও মহাদেশীয় প্রতিযোগিতায় নিজেদের দাপট ধরে রেখেছে নাইজেরিয়া।

এই জয় নাইজেরিয়ার ফুটবল ইতিহাসেও রেকর্ড। ১৯৫৯ সালে বেনিনের বিপক্ষে ১০-১ গোলে জিতেছিল দেশটি। এবার অবশ্য প্রতিপক্ষের কোনো গোল হজম করেনি নাইজেরিয়া। এদিন প্রথমার্ধে তিনটি ও দ্বিতীয়ার্ধে সাতটি গোল করেছে তারা।

ম্যাচে একাই ৪ গোল করেছেন নাপোলির স্ট্রাইকার ভিক্টর ওসিমেন। জোড়া গোল করেছেন টেরেম মোফি। বাকি চারটি গোল করেন মোসেস সিমন, ওগেনেকারো এতেবো, আদেমোলা লুকম্যান ও এমানুয়েল দেনিস।

টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে নাইজেরিয়া। সমান ম্যাচে ১৪ গোল হজম করা সাও তোমে এবং প্রিন্সিপে আছে তলানিতে।

ইত্তেফাক/টিএ