সিদ্ধিরগঞ্জের গোদনাইন এলাকায় ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুন) সকালে লাশটি উদ্ধার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর জানান, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মর্গের রিপোর্ট দেখে বলা যাবে এটি হত্যাকাণ্ড না অন্যকিছু। নিহত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।