চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) স্নাতক পর্যায়ের ক্লাস ও পরীক্ষা বন্ধের সময়সীমা সংশোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিন্ডিকেটের ১২৪তম সভার সিদ্ধান্ত অনুসারে স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম ও সব পরীক্ষা ২১ জুন পর্যন্ত স্থগিত থাকবে। আগামী ২২ জুন সব হল খুলে দেওয়া হবে এবং সেদিন থেকে সব শিক্ষা কার্যক্রম আগের মত চলবে। স্নাতক পর্যায়ের সব শিক্ষা কার্যক্রম সাত দিন বন্ধ থাকলেও স্নাতকোত্তর পর্যায়ের অ্যাকাডেমিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এর আগে একইদিন দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম এবং আবাসিক হলগুলো বন্ধের ঘোষণা দেয়া হয়। ছাত্রদের মঙ্গলবার বিকাল ৫টার মধ্যে এবং ছাত্রীদের বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
গত শনিবার চট্টগ্রাম শহর থেকে চুয়েট অভিমুখী বাস ছাড়া নিয়ে বাকবিতণ্ডার জের ধরে সংঘর্ষে জড়িয়ে পড়ে চুয়েট ছাত্রলীগের দু’টি অংশ। পরে এই সংঘর্ষ ক্যাম্পাস পর্যন্ত গড়ায়। মঙ্গলবার পর্যন্ত দুই পক্ষের দফায় দফায় মারামারিতে বেশ কয়েকজন আহত হয়। ছাত্রলীগের বিরোধের জের ধরে সকল ক্লাস ও পরীক্ষা তিন সপ্তাহের জন্য স্থগিত করার ঘোষণা দেয় চুয়েট কর্তৃপক্ষ।