শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গেলেন মা, প্রাণ গেল দুজনের

আপডেট : ১৬ জুন ২০২২, ১৬:৪৫

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার মহিষমুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-  ওই গ্রামের রফিকুল ইসলাম বাবুর স্ত্রী রহিমা বেগম (৩৫) ও ছেলে রিফাত মিয়া (১২)।

গোবিন্দগঞ্জের বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিলন চ্যাটার্জি জানান,  বাড়ির পাশের একটি জমিতে ঘাস খাওয়ার সময় ছেড়া তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় একটি গরু। সেটিকে উদ্ধার করতে নেমে প্রথমে রিফাত বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গেলে তার মা রহিমা খাতুন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে।

ইত্তেফাক/ইউবি