বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় এক নারীর কনুইয়ের ওপর থেকে হাত কাটা পড়েছে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের কাছে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়াগামী একটি বাসে ওই নারী হাত অসাবধানতায় জানালার বাইরে ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী ট্রাকের চাপায় তার হাত কেটে রাস্তার পাশে পড়ে যায়। বাসটি কালীগঞ্জ শহরের দিকে গেলেও যাত্রী ও বাসটির সন্ধান পাওয়া যায়নি।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, তারা খবর পেয়ে যাত্রীবাহী বাসের খোঁজে কালীগঞ্জ শহরে গেলেও আহত নারীকে পায়নি। এ বিষয়টি কালীগঞ্জ থানায় অবহিত করা হয়েছে।